
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির ৬ ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন ও মৃত খোদাবক্সের ছেলে আবুল কালাম আজাদ।
দুপুরে গণমাধ্যমে পাঠানো ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় অ্যাম্বুশ করব বিজিবির একটি চৌকশ আভিযানিক দল।
সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৭৯ নম্বরের ১২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া তেমাথা দিয়ে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এক পর্যায়ে মটরসাইকেল চালক আরোহীকে নিয়ে পালিয়ে যাচ্ছিলো, তবে বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করে আটক করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যাক্তি তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১শত ৬২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]