
পিরোজপুরের ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভর(২৮) দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
২৬ আগস্ট, মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতার রিয়াজুল ইসলাম শুভর বাবা আব্দুল খালেক হাওলাদার জমির আগাছা বেঁচে সিমানার মধ্যে রেখেছিল। এ সময় প্রতিবেশী মিলন শিয়ালীসহ তার দুই ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক হাওলাদারের উপর অর্তকিত হামলা করে। তখন তার ডাক-চিৎকারে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ এগিয়ে আসলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে তার দুই হাত পিঠিয়ে ভেঙে দেয়। পরে ছাত্রদল নেতা শুভ ও তার বাবাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজুল ইসলাম শুভ জিয়ানগর কলেজ শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ।
অভিযুক্ত সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী মুঠোফোনে ফোন দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
আহত ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম শুভ জানাম, আমার বাবা জমির মধ্যে আগাছা বাচছিলেন। এসময় কিছু না বলে মিলন শিয়ালীসহ তার ছেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী আমার বাবার ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা করে। তখন তার ডাক-চিৎকারে সেখানে গেলে সাগর শিয়ালী ও শাকিল শিয়ালী লোহার রড দিয়ে পিটিয়ে আমার দুই হাত ভেঙে দেয় ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, এ বিষয় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]