
ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় এবং গরু পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, ‘শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে।’ এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]