
বান্দরবান জেলার লামা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর পাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. ইমরানকে আটক করেছে। ইমরান ইসলামপুর পাড়ার বাসিন্দা নুর আহম্মদ বাসির ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার (২৪ আগস্ট) প্রতিবন্ধীর বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। ইমরান এই সুযোগকে কাজে লাগিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ইমরান ধর্ষণ করেন। ওই দিন ঘরে কেউ না থাকায় ওই কিশোরী কাউকে কিছু বলতে পারেননি। পরের দিন (২৫ আগস্ট) বিকেলে ভুক্তভোগী কিশোরী পাশের এক মামি’কে বিষয়টি জানালে ঘটনাটি সোমবার রাতে জানা জানি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবুল হাসেম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পেরে এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসের বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ঘটনায় সোমবার দিনগত রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।মঙ্গলবার ভুক্তভোগীকে চেকআপের জন্য বান্দরবান সদর হাসপাতাল ও অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]