
পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।
২৫ আগস্ট, সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় চার দালালকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান, একই ইউনিয়নের চেকরমারী এলাকার সলেমান আলী।
এর আগে সোমবার সকাল থেকেই ছদ্মবেশে অভিযান পরিচালনা করে দুদক টিম। দীর্ঘ সময় ধরে তারা সেটেলমেন্ট অফিসের অভ্যন্তরে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ও কথোপকথনের তথ্য গোপনে রেকর্ড করে বলে জানা গেছে। পরিচয় প্রকাশের পর, দুদকের টিম তাৎক্ষণিকভাবে ৪ জন দালালকে আটক করে। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে দুদক।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]