
বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ মুখ্য অঞ্চলের ২০২৫-২০২৬ অর্থ বছরের ব্যবসায়ীক লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কিত শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ.কে.এম মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির ও গোপালগঞ্জ আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।
শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে গোপালগঞ্জ অঞ্চলের যেসব শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী কর্মরত : রয়েছেন তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিবার্তা/শান্ত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]