কসবায় ৪২ বোতল বিদেশি ও ৪০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২৩:০৭
কসবায় ৪২ বোতল বিদেশি ও ৪০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ।


সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের।


পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের ভাড়াটিয়া আলমগীরের রুম থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তারকে (২৫) আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা।


অন্যদিকে সোমবার ভোরে উপজেলার অভিযান চালায়। এতে মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আটক আসামি এবং পালিয়ে যাওয়া দুই আসামির বিরুদ্ধে বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com