পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান,আতঙ্কে শিক্ষার্থীরা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২৩:২৯
পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান,আতঙ্কে শিক্ষার্থীরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খসে পড়ছে পলেস্তারা, একটু বৃষ্টিতে শ্রেণিকক্ষে জমছে পানি।বিকল্প ভবন না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। এমন চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।


জানা গেছে, বিদ্যালয়টি ১৯০৫ সালে কাচা ঘর নিয়ে যাত্রা শুরু করে। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। দীর্ঘ সময় কাঁচা-আধাপাকা ঘরে ক্লাস হওয়ার পর ১৯৯৬ সালে নির্মিত হয় একতলা আধুনিক ভবন। তবে মাত্র ২৩ বছরের ব্যবধানে ভবনটির ছাদ, খুঁটি ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। ২০২৩ সালে উপজেলা শিক্ষা কমিটি ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু নতুন ভবন নির্মাণ না হওয়ায় গত তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান।ফলে আতঙ্ক নিয়েই ক্লাস করছে শিক্ষার্থীরা।


ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ভবনটি ভাঙা হওয়ায় পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখা কষ্টকর।মনে হয় হঠাৎ ছাদ ভেঙে মাথার ওপর পড়ে যাবে।


অভিভাবক কাকন মাহমুদ বলেন, প্রতিদিন সন্তানদের স্কুলে দিয়ে আতঙ্কে থাকতে হয়। কখন যেন বড় দুর্ঘটনা ঘটে। তাই সরকারের কাছে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।


প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৩০৯ শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক রয়েছে। উপজেলা ও জেলা শিক্ষা অফিসকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। ফলে পরিত্যক্ত ভবনেই ক্লাস চালিয়ে যেতে হচ্ছে।


বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ের দুঃস্থ অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, বাওনাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ জেনেছি। দ্রুত নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com