জামিনে বের হয়ে বাদিকে প্রাণনাশের হুমকি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬:০৩
জামিনে বের হয়ে বাদিকে প্রাণনাশের হুমকি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হাত ভাঙার ঘটনায় কারাগারে যান মামলার আসামি আলাউদ্দিন আহাদ শিকদার (৩২)। পরে কারাগার থেকে জামিনে বের হয়ে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন আসামি।


সোমবার (২৫ আগস্ট) সকালে মামলার বাদি আব্দুর রাজ্জাক স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এ অভিযোগ করেন।


আব্দুর রাজ্জাকের অভিযোগ, প্রতিবেশী চাচা মুসলেম উদ্দিনের ছেলে মহিউদ্দিন ফাহাদ (৩৫) ও আলাউদ্দিন আহাদের (৩২) সাথে আমার বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরধরে গত ২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে ফাহাদ ও আহাদের নের্তৃত্বে অজ্ঞাতনামা আরো ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দা এবং লোহার রড দিয়ে আমাদের বাড়ির সীমানার ঘেরা-বেড়া ভাঙ্গা শুরু করে এতে বাধা দিলে আসামিদের এলোপাথাড়ি মারপিটে আমার বাম হাত ভেঙ্গে যায় এবং আমি গুরতর আহত হই।


হামলাকারীরা এতেও ক্ষান্ত হয়নি তারা আমার স্ত্রীকে শ্লীলতাহানী করে। এ সময় আমাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসায় থাকার পর এ ঘটনায় গত ১৮ আগস্ট ২ জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করি। পরে ১ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। দুই দিন কারাগারে থেকে জামিনে ছাড়া পেয়ে আলাউদ্দিন আহাদ নামের ওই আসামি মামলার অন্য আসামিদের সাথে নিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি মামলা প্রত্যাহার না করলে বাড়ি-ঘর ছাড়া করাসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমন অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করার প্রক্রিয়া চলছে। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে।


তিনি বলেন, এখনো মামলার প্রধান আসামি মহিউদ্দিন ফাহাদ শিকদারসহ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠোর বিচার দাবি করছি।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com