
সাভারে শাহ্ সিমেন্ট গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৫ আগস্ট) ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্টের গাড়ির ড্রাইভার শামীমকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে যায়। পরে স্থানীয় এক রিকশা চালক মৃত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সাভার মডেলথানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]