
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অংশ হিসেবে রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, মৌলভীপাড়া সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত "আল নূর" নামক রেস্টুরেন্টে ১৪ দিন পূর্বে (১০-০৮-২০২৫) মেয়াদোত্তীর্ণহওয়া পাউরুটি দিয়ে স্যান্ডউইচ, বার্গার, হটডগ প্রস্তুতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সেখানে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল না।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় এ সকল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]