অভিনয় ছাড়ছেন অনন্ত জলিল, জানালেন কারণ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪৫
অভিনয় ছাড়ছেন অনন্ত জলিল, জানালেন কারণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চিত্রনায়িকা বর্ষা অভিনয় চেড়ে দিতে চেয়েছেন, এই খবর অবশ্য মাস কয়েক আগের। এবার চমক দিয়ে সেই সিদ্ধান্ত নিলেন বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিল। তবে অভিনয় ছাড়ার যুক্তিসঙ্গত কারণও দেখিয়েছেন তিনি।


বর্ষা অভিনয় ছাড়ার কারণ হিসেবে জানিয়েছিলেন, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্কও তৈরি হয়।


এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি।


এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’


অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করাবো।’


এদিকে স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্তের মন্তব্য, ‘যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল- দুই লাইনেই পড়াশোনা করছে, তখন তাদের মায়ের সিনেমা করা তাদের ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে যে কয়টা কাজ আছে শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’


উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে বলে জানান এই নায়ক। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনাও রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com