
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরেকটি ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। নিজের ক্যারিয়ারের ৫০০তম উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে একটা বিশ্বরেকর্ডও গড়া হয়ে গেছে তার।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে আজ সাকিব তুলে নিইয়েছেন ৩ উইকেট। তার প্রথম উইকেটটি সাকিবকে এনে দেয় বিশ্বরেকর্ডটি। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে আউট করেম তিনি। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক।
ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে একটা দিক থেকে সাকিব আগের চার জনের চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি বোলার এই অর্জনটা ঝুলিতে পুরলেন। এর আগে যারা ৫০০ উইকেট নিয়েছেন তারা সবাই ডানহাতি। তালিকায় আছেন রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।
এই মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। একটা দিক থেকে এখন তিনি সবার চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তার রান এখন ৭ হাজার ৫৪৯। অর্থাৎ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁলেন অনন্য কীর্তি—৭ হাজার রান ও ৫০০ উইকেট।
এই অর্জনের পথে বাংলাদেশ দলের হয়ে এবং বিপিএলে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে তার শিকার ৬৩টি, সিপিএলে ৪০টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি।
এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচে খেলেছেন সাকিব। পেয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে শুধু ডেভিড ভিসের, যিনি দক্ষিণ আফ্রিকা ও পরে নামিবিয়ার হয়ে খেলেছেন। তার সংগ্রহ সাতটি পাঁচ উইকেট।
শেষ কিছু দিন ধরে সাকিবের সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না। এবারের সিপিএলে সব মিলিয়ে পেয়েছিলেন মোটে ১ উইকেট। তবে আজ এক ম্যাচেই নিলেন ৩ উইকেট। আর তাতেই বিশ্বরেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার পায়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]