ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:২১
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে একদিনে (শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বর আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।


সবশেষ মৃত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১০ বছর বয়সি ওই মেয়ে শিশুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।


রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩২ জনে। গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১২০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।


এছাড়া ঢাকা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুজ্বর নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৬৭ জন।


অধিদপ্তর সূত্র জানিয়েছে এ বছর ডেঙ্গুজ্বর আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া ২৪ আগস্ট সকাল পর্যন্ত ৩২ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টের ২৪ দিনে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৬৫২ জন রোগী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com