
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ইকসু’ কর্মসূচি পালন করেছে সকল ছাত্রসংগঠন
ও শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ কর্মসূচির অংশ হিসেবে ‘মুভমেন্ট ফর ইকসু’ প্লাটফর্মের প্রতিনিধি দল ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় তিনি ১৫ নভেম্বরের মধ্যে ইকসুর অর্ডিন্যান্স সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দেন। একইসঙ্গে তার ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচন সম্পন্নের আশ্বাস দেন।
ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনে ইকসুর কোনো বিধান নেই। তাই ইকসু গঠনের জন্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত করবে। এরপর উক্ত খসড়া সিন্ডিকেটে পাস করে ইউজিসিতে পাঠানো হবে। ইউজিসি অনুমোদন দিলে এটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে খসড়াটি অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে। খসড়া ও অর্ডিন্যান্স আকারে পাশের সকল প্রক্রিয়া আগামী নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানান তিনি। এরপরই ১৫ দিনের মধ্যে ইকসু নির্বাচনের আয়োজন করা যাবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং মুভমেন্ট ফর ইকসু প্ল্যাটফর্মের সদস্যরা।
বিবার্তা/জায়িম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]