পেঁয়াজ আমদানির আইপি বন্ধ করায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২২:১৮
পেঁয়াজ আমদানির আইপি বন্ধ করায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমদানি শুরুর তিন দিনের মাথায় হঠাৎ করে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি পারিমট) বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। তাদের দাবি হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ায় বন্দরের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির পাশাপাশি বাজারে বাড়তে পারে পেঁয়াজের দাম।


২০ আগস্ট, বুধবার বেলা ১১টায় হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীদের পক্ষে এসব অভিযোগ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।


লিখিত বক্তব্য আরো বলেন, চলতি মাসের ১৪ তারিখে আইপি উম্মুক্ত করে দেওয়ার পর হঠাৎ করেই ১৯ তারিখে তা বন্ধ করে দেয় সরকার। এমন সিদ্ধান্তের ফলের বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীয়া। ইতিমধ্যে ভারত অভ্যন্তরে ১৫০ টি পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে সে পেঁয়াজ গুলো আমদানি করতে না পারলে বিপুল আর্থিক ক্ষতি শিকার হবেন তারা। এছাড়াও দেশের বাজারে আবারো সিন্ডিকেটে পেঁয়াজের দাম বেড়ে যাবে। তাই সরকারের কাছে অনুরোধ যেকোনো সিদ্ধান্তে স্থিতিশীল ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া।


এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, বন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ্ব শহীদুল ইসলাম, নুর ইসলাম, ওয়েদুল ইসলাম রিপনসহ আরো অনেকে।


উল্লেখ্য, গেলো ১৭ই আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com