
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও বড় ধরনের প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। এবার অতিরিক্ত সহকারী কর কমিশনার পদমর্যাদার ৫৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে দেশের বিভিন্ন কর অঞ্চলে।
বুধবার (২০ আগস্ট) এনবিআরের কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব মোসাদ্দেক হুসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপনে উল্লেখিত নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন। অনেক কর্মকর্তার ক্ষেত্রে শুধু বদলি নয়, পদোন্নতির কথাও জানানো হয়েছে।
এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, এই রদবদলের উদ্দেশ্য কর প্রশাসনে আরও গতিশীলতা আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর মাত্র দুই দিন আগেই (সোমবার) এনবিআরের আরও ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সব মিলিয়ে এনবিআর-এর সাম্প্রতিক এসব পদক্ষেপকে বড় ধরনের প্রশাসনিক সংস্কার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]