'সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে'
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২৩:০৪
'সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে'
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনে মোট ১৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে কিছু পর্যবেক্ষণ এবং ১০টি সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।


বুধবার (২০ আগস্ট) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।


জেলা প্রশাসক জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে প্রতিবেদনটি।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। ঘটনাটি প্রকাশিত হলে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এ প্রেক্ষাপটে গত ১২ আগস্ট জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার (সম্প্রতি বদলি হয়েছেন) এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।


তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রতিবেদনে কারা কারা সম্পৃক্ত, কী কারণে এ লুটপাটের ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।


এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়ে আজ (বুধবার) প্রতিবেদন জমা দেওয়া হয়।


এদিকে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দুপুর ১২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ছাড়েন। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয়। বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নেবেন।


প্রসঙ্গত, সাদা পাথর লুটের ঘটনায় সমালোচনার মুখে গত সোমবার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com