
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন অ্যাডহক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন “উপজেলা কমান্ড”-এর নতুন অ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।
সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী এবং এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”
এর আগে গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের অ্যাডহক (অস্থায়ী) কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]