শিরোনাম
বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দর‌্যালি
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ১৮:১২
বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দর‌্যালি
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আনন্দর‌্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুক্রবার দিবসটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


দিবসটি উপলক্ষে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর পায়রা উড়ান উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।


এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মরণ সাগরের সম্মুখে বৃক্ষরোপণ করা হয়।


বিবার্তা/শাহীন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com