শিরোনাম
নেত্রকোনায় জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৭, ০৯:৪২
নেত্রকোনায় জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও আরো ১০জন আহত হয়েছে। উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের বাবলী বিলে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলের জলমহালের দখলকে কেন্দ্র করে জয়পুর গ্রামের সোনা মিয়ার ছেলে রতন মিয়া ও একই গ্রামের পারভেজ মেম্বারের গ্রুপের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল। রতনের দাবি, তিনি স্থানীয় প্রশাসন থেকে বিলটি খাস কালেকশন এনেছেন। অপরদিকে পারভেজের দাবি, এটি উন্মুক্ত জলমহাল।


এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুস ছালাম (২৮) গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।


এ ঘটনায় আহত হন আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত রতন, কালামসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মোহনগঞ্জ থানার কর্তব্যরত পুলিশের এএসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জয়পুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া ও মৃত আমীর হোসেনের ছেলে আলমাসকে আটক করেছে পুলিশ।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারী জিন্নাত আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com