শিরোনাম
ময়মনসিংহে বাড়িতে অস্ত্র তৈরির কারখানা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৭, ১২:৫২
ময়মনসিংহে বাড়িতে অস্ত্র তৈরির কারখানা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪।


অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় বুধবার ভোর রাতে মইনউদ্দিন আহম্মেদের বাড়িতে অভিযান চালানো হয়।


আটকদের নাম সোহেল মিয়া (২২) ও হাবিব (২৫) বলে জানালেও র‌্যাব তাদের বিস্তারিত পরিচয় জানায়নি।


শরিফুল বলেন, আটকরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। ওই ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।


তিনি বলেন, তবে অস্ত্র তৈরি ও ব্যবসার হোতা’ বাড়ির মালিকের ছেলে নূরুদ্দিন পালিয়ে গেছে। জড়িত সবাইকে গ্রেফতারসহ আরো অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com