শিরোনাম
কালিহাতীতে উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৭, ০০:০৭
কালিহাতীতে উঠান বৈঠক অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'পুলিশই জনতা, জনতাই পুলিশ' শ্লোগানে জঙ্গীবাদ, মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ এর বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া কলিম উদ্দিন আব্বাস আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কালিহাতী থানার আয়োজনে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন।


এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার কর্মকর্তা ইনচার্জ মীর মোশারফ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন, পাথালিয়া কলিম উদ্দিন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তুহিন, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা প্রমুখ।


কালিহাতী থানার এস আই মানিক চন্দ্র দে'র সঞ্চালনায় উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নাসির উদ্দিন।


এ সময় কালিহাতী থানার অফিসার ইন-চার্জ মীর মোশারফ হোসেন জঙ্গীবাদ, মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে উপস্থিত সর্বসাধারণকে শপথ করান এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।


বিবার্তা/তোফাজ্জল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com