শিরোনাম
গোপালপুরে ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার ৫ পুলিশ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৬
গোপালপুরে ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার ৫ পুলিশ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া এলাকায় ছিনতাইকালে গনধোলাইয়ের শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই ৫ পুলিশ সদস্যকে উদ্বার করে থানায় নিয়ে আসে উপজেলা পুলিশ।


জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলীর নেতৃত্বে সাদা পোশাকে ৫ পুলিশ সদস্য সিএনজি নিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে। ছিনতাই শেষে পালানোর সময় গরু ব্যবসায়ীর ডাক চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে ছিনতাইকারী ওই ৫ পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে টাকা উদ্ধার করে।


গণধোলাই থেকে প্রাণে বাঁচার জন্য স্থানীয় ইউপি মেম্বার জয়নালের বাড়িতে আশ্রয় নেয় ওই ৫ পুলিশ সদস্য। এ খবর ছড়িয়ে পড়লে মেম্বার বাড়ি ঘেরাও করে স্থানীয় জনগণ। পরে গোপালপুর থানা পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইউপি মেম্বার জয়নালের বাড়ি থেকে ওই ৫ পুলিশ সদস্যকে উদ্বার করে থানায় নিয়ে আসে।


স্থানীয় ইউপি মেম্বার জয়নাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


গোপালপুর থানা উপ-পরিদর্শক (এসআই) ও থানার সেকেন্ড অফিসার হাসান জামিলও ঘটনার সত্যতা স্বীকার করেন।


বিবার্তা/তোফাজ্জল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com