নড়াইলে সন্তান হত্যার দায়ে মা গ্রেফতার
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫
নড়াইলে সন্তান হত্যার দায়ে মা গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার লস্করপুর গ্রামের চাঞ্চল্যকর ১মাস ২৭ দিন বয়সী শিশু আরাফ হত্যা মামলার মূল রহস্য উদ্‌ঘাটন এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যার বর্ণনা ও দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যার শিকার শিশুটির মা মৌসুমী খানম (২৪)।


৬ ডিসেম্বর, বুধবার রাতে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে প্রেস রিলিজে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।


প্রেস রিলিজ থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের মিলন মোল্যা ও মৌসুমী খানম দম্পতির ১ মাস ২৭ দিন বয়সের শিশু সন্তান আরাফ মোল্যার লাশ তাদের বসতবাড়ির উত্তর পাশে আলিম মোল্যার মেহগনি বাগানের মধ্যে ছোট পুকুরের পানিতে পাওয়া যায়। এ বিষয়ে গত ২৯ নভেম্বর মৃত শিশু সন্তানের পিতা মিলন মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে হত্যা মামলা দায়ের করেন।


গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম ডিবি পুলিশের একটি চৌকস টিম নিয়ে নিজ শিশুসন্তান হত্যার দায়ে মা মৌসুমী খানম (২৪) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। আসামি মৌসুমী খানমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।


মৌসুমী খানম তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আরাফ জন্মের পর থেকেই তার শ্বাসনালি ছোট হওয়ায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতো এবং দুধ খেতে গেলে বুকে দুধ বাঁধতো। মাঝে মাঝে বমিও করে দিতো। বাচ্চাটির অনেক ঠান্ডা জনিত সমস্যাও ছিল। যে কারণে তাকে সবসময় চিকিৎসার মধ্যে রাখা হতো। ঘটনার দিন শিশু আরাফ তার মায়ের বুকের দুধ খাওয়ার সময় হঠাৎ তার মুখ হা হয়ে যায়, শিশুটি চোখ বড় বড় করে তাকায় এবং কিছুক্ষণ পর তার শরীর নীল হয়ে যায়। তখন আরাফের মা মৌসুমী ভেবেছিল তার বুকে মনে হয় দুধ বাঁধছে। এরপর তিনি তার বাচ্চাকে সোজা করে ঝাকাঝাকি করতে থাকেন। তার মাথায় ফুঁ দেন। কিন্তু শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। তখন তিনি শিশুটির পালস্ চেক করে দেখেন যে, শিশুটি মারা গেছে। শিশু আরাফের মা মৌসুমী খানম কি করবে বুঝে উঠতে পারেন না। তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনদের কি বলবে এই ভেবে ভয় পেয়ে যায়। তারপর তিনি তার শ্বশুর বাড়ির লোকজন এবং স্বামীর ভয়ে তার মৃত শিশু সন্তান কে রাতের আঁধারে সকলের অগোচরে বাড়ির পাশে আলিম মোল্যার মেহগনি বাগানের মধ্যে পুকুরের ভিতর নিজ শিশু সন্তানকে ফেলে রেখে আসেন। এরপর বাড়িতে এসে সবাইকে বলেন যে, তার ছেলেকে পাওয়া যাচ্ছে না এবং ঘটনাটি অন্যদিকে নেওয়ার জন্য জীন-পরী শিশুটিকে নিয়ে গেছে বলে গল্প সাজায়।


নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, শিশু আরাফ হত্যাকাণ্ডে মা মৌসুমী খানমকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com