
ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত আট বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ মে, বৃহস্পতিবার বিকেলে মরদেহগুলো মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে এসব মরদেহ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, দুপরের দিকে আটটি মরদেহ বিমানবন্দরে এসেছে। সেখান থেকেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আগামীকাল শুক্রবার (৩ মে) মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আট জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফার বাড়ি মাদারীপুর জেলায়। আর রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে।
উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি ইউরোপে যাত্রাপথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ একটি নৌকা তিউনিসীয় উপকূলে ডুবে যায়। এতে ৮ জন বাংলাদেশি নিহত হন।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]