
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই সরকারি বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রটি হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহের ডিস্ট্রিবিউশন কেন্দ্র।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো জেলার পল্লী বিদ্যুৎ লাইনে সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী বলেন, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের কয়েক মিনিটের মধ্যেই নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রায় ৩০/৩৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা সম্ভব নয়।
হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]