বাঞ্ছারামপুরে শাহীনুর হত্যার মূলহোতা গ্রেফতার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৫:৫১
বাঞ্ছারামপুরে শাহীনুর হত্যার মূলহোতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার একটি বাসায় দাবি করা চাঁদা না পেয়ে প্রবাসী স্ত্রীর শাহীনূর আক্তারকে (২৫) হত্যার মূলহোতা সুজন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩১ জুলাই) পিবিআই এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পিবিআই থেকে পাওয়া তথ্য অনুসারে, শাহীনূর আক্তারকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে আরো দুজন জড়িত আছে। ঘটনার পর থেকে ঘাতকরা পালিয়ে বেড়াচ্ছিলেন। এর মধ্যে সুজন বুধবার (৩০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই নারীর কাছ থেকে সুজন ও তার সঙ্গীরা মিলে পাঁচ লাখ টাকা দাবি করেছিল।


এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগান বাড়ি রোড এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে পিবিআই। পরে তাকে রিমান্ডে আনা হলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।


শাহীনূর উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। গত ১৮ জুলাই পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দড়ি বাঞ্ছারামপুর এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মাদক ব্যবসায়ী ও জুয়ার বোর্ড পরিচালনা করতেন। গত ১৭ জুলাই সুজনসহ আরো তিনজন শাহীনূরের বাসায় এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় শাহীনূরের একমাত্র মেয়ে বাসায় ছিল না। চাঁদা না পেয়ে সুজনসহ অন্যরা শাহীনূরকে চাকু নিয়ে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে যান।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com