
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে নতুন কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ২১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে জুলাই মাসেই ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু, যা বছরের মোট মৃত্যুর অর্ধেক।
তার আগে জুন মাসে ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিলে ৭ জন মারা যান।
মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তার আগে ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন মারা যান।
জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন রোগী, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসা নিতে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় বরিশালে ৪৯ জন, চট্টগ্রামে ১৭ জন, ঢাকা সিটির বাইরে ২৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪ জন ও দক্ষিণ সিটিতে ১৩, খুলনায় ১০ জন ও রাজশাহীতে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]