টাঙ্গাইলে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৫:৩৩
টাঙ্গাইলে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের নাগরপুরে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী দুটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।


বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল এলাকা (এলসিন ব্রিজ সংলগ্ন) এ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। অভিযানকালে একটি অবৈধ কারখানা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি কারখানায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. মাসুদ এবং পরিবেশ অধিদফতরের উপপরিচালক বিপ্রব কুমার সূর্যসেন উপস্থিত ছিলেন। পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ রক্ষায় অবৈধ ও অননুমোদিত কারখানার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com