সমন্বয়ক পরিচয়ে ‌‘জুলাই যোদ্ধা’র চাঁদা দাবি, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৪:৫৮
সমন্বয়ক পরিচয়ে ‌‘জুলাই যোদ্ধা’র  চাঁদা দাবি, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনি দিয়ে সোহেল রানা (২৩) নামের এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত সোহেল জুলাই যোদ্ধা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আটকযুবকের সঙ্গে থাকা যুবকদের মারধরে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরুপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সহযোগী আরও ৩ জন পালিয়ে যায়।


আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে যান সোহেল রানাসহ চারজন যুবক। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দাবি করে এই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। বাল্যবিয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চাঁদা দাবি করে এবং কথাকাটাকাটির এক পর্যায়ে সেই বাড়ির নারীদের মারধর করে। দুজনের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়, কিন্ত তার সহযোগী আরও ৩ জন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম বলেন, আটককৃত সোহেল রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিতে ছিল না। তবে সে জুলাই যোদ্ধা ছিল এবং আন্দোলনের সময় কারাগারেও গিয়েছিল। দেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম। তাই কেউ যদি জুলাই বিপ্লবের নাম করে অথবা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য পরিচয়ে কোনো অপকর্মে লিপ্ত হয় তবে তার শাস্তির দাবি করছি।


তিনি আরও বলেন, সোহেল একটি বাল্যবিয়ে প্রতিরোধে চাঁদা দাবির ঘটনায় আটক হয়েছে বলে শুনেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং সে যদি এ ঘটনায় জড়িত থাকে তাহলে তার কঠোর শস্তির দাবি জানাচ্ছি।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্যবিয়ে প্রতিরোধের কথা বলে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে এজাহার পাওয়া গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।


উল্লেখ্য, এর আগেও চাঁপাইনবাবগঞ্জ কারাগারের তৎকালীন জেল সুপার শরিফুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগ জানানো হয়েছিল এই সোহেলের বিরুদ্ধে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com