
নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে মেয়ে ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিল নিলা বেগম, রাত সাড়ে ৯ টার দিকে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।
লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত নীলা বেগমের শাশুড়ি মোছা. মর্জিনা বেগম (৫০) কে আটক করে পুলিশ। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার (১ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত গৃহবধূর স্বামী ও শ্বশুর পালাতক তাই রহস্য উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে।
বিবার্তা/ইউসুফ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]