কিয়েভে ভোররাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:১৪
কিয়েভে ভোররাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এ হামলাকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার উত্তর’ বলে অভিহিত করেছেন।


কিয়েভের চারটি জেলায় আবাসিক ভবন, হাসপাতাল, স্কুলসহ অন্তত ২৭টি স্থানে বিস্ফোরণ ঘটে। এসব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে রীতিমতো লড়াই করছেন উদ্ধারকর্মীরা। ইউক্রেন জানিয়েছে, এদিন ৩০৯টি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। যার মধ্যে ২৮৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।


এই হামলার কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী সভিরিদেঙ্কো বলেন, ‘রাশিয়ার ব্যাপক এই হামলা ট্রাম্পের ডেডলাইনের সরাসরি জবাব।’


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তন জরুরি। না হলে মস্কো যুদ্ধ থামালেও ভবিষ্যতে আশপাশের দেশগুলো অস্থির করে তুলবে।’ তিনি আরও বলেন, ‘জব্দ করা রুশ সম্পদ এখন রাশিয়ার বিরুদ্ধেই কাজে লাগাতে হবে।’


রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত শহর চাসিভ ইয়ার দখল করেছে তারা। যদিও কিয়েভ এখনও দখলের বিষয়টি স্বীকার করেনি। এই শহরের পতন হলে রাশিয়ার জন্য ক্ৰামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো বড় শহরের দিকে অগ্রসর হওয়া সহজ হবে।


অন্যদিকে, দুর্নীতিবিরোধী দুটি সংস্থার ক্ষমতা কমানোর আইন পাস হওয়ার পর ইউক্রেনজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও ইউরোপীয় মিত্রদের কড়া প্রতিক্রিয়ার পর বৃহস্পতিবার দেশটির সংসদে এ আইনের সংশোধনী বিল পাস হয়েছে। এর মাধ্যমে দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় বাধ্য হলো জেলেনস্কি প্রশাসন।


যুদ্ধকালীন জটিলতার মধ্যেও চরম সংকটে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে প্রয়োজনীয় ৫৮ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার মাত্র এক-তৃতীয়াংশের প্রতিশ্রুতি পেয়েছে তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com