
কুষ্টিয়ার দৌলতপুরে সানি (১৮) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার মকলেচের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মথুরাপুর স্কুল বাজার এলাকার জাহের মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবক সানি আল্লারদর্গা বাজারে মকলেচের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে থাকতো। তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়াদের সাথে সে গান-বাজনা করে জীবীকা নির্বাহ করতো। হিজড়াদের সাথে থাকার কারনে বাড়ি থেকে তাকে বের করে দেয় তার বাবা। পরে সে তার এক বন্ধুকে সাথে নিয়ে ওই বাড়িতে রুম ভাড়া নিযে বসবাস করতো।
বুধবার রাতে রুমের দরজা আটকানো দেখে সানির বন্ধু দরজা খুলতে বললে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]