ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা ফেটে নিহত ১
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৯
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে চাকা ফেটে নিহত ১
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে (বিমানে উঠার সিঁড়ি) মেরামতের সময় চাকা ফেটে গুরুতর আহত হয়ে একজন মারা গেছেন।


এ ঘটনায় আহত হয়ে আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


৩১ জুলাই, বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে মেরামতের কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রোমান আহমদ (২০) সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা ছিলেন।


আহত এনামুল একই উপজেলার মহালদি এলাকার বাসিন্দা।


বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, দুপুরে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত মেরামত কাজের সময় দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মী দুর্ঘটনার শিকার হন।


তিনি বলেন, 'এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে।'


দুর্ঘটনায় গুরুতর আহত রোমানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।


হাসপাতালটির উপপরিচালক ডা. আশরাফ আহমেদ বলেন, 'হাসপাতালে আনার পর ভর্তি করে দ্রুত তিনতলায় আইসিইউতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আমরা চিকিৎসা শুরু করার সময় পাইনি।‌'


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com