
ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিং ও মোবাইল ফোনের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দেশের বিভিন্ন জেলা থেকে এসব টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের মাঝে এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, ওসি ( ডিবি) মোঃ আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে, ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’সঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিংয়ের স্বীকার হওয়া ২৬ জন ভিকটিমকে সেবা দিয়েছে পুলিশ। একই সাথে নিখোঁজ হওয়া অন্তত ১২ জনকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশের সাইবার সেল।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয়েছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিশেন সেল নিয়মিত সাইবার পেট্রোলিং করে থাকে। এছাড়াও সূত্রবিহীন হত্যাকাণ্ড সহ চাঞ্চল্যকর অপরাধমূলক কর্মকাণ্ডের সত্যতা ও অপরাধীদের শনাক্তে সাইবার সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]