সোনাগাজী প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধনা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭:০১
সোনাগাজী প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধনা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী সভাপতি-সম্পাদকের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, সংবাদকর্মীরা সমাজের দর্পণ। অনুসন্ধানী ও বিষয়ভিত্তিক সংবাদের মাধ্যমে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠে। গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে প্রশাসনের কাজ সহজ হয়ে যায়।


সংবর্ধিত অতিথি ছিলেন, সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম।


বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, ওসমানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুল হাকিম।


সভায় প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিম'র সঞ্চালনায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, ওবায়দুল হক, মেহরাব হোসেন মেহেদি, গাজী মো. হানিফ, জহিরুল হক সজিব, আফতাব হোসেন মমিন, সহ সভাপতি ইলিয়াছ সুমন, নুরুল আলম, সাবেক সহ সভাপতি এম. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোল্লা মো. ইলিয়াছ, কোশাধ্যক্ষ হেদায়েত উল্যাহ ভূঞা, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, সদস্য মামুন পাটোয়ারি ও শহীদুল ইসলাম মামুন প্রমুখ।


সভা শেষে প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম, সদ্য বিদায়ী সভাপতি মেহরাব হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনকে সংবর্ধনা এবং সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com