গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৫:৪৮
গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে কৃতিত্ব অর্জনকারী ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি স্বরুপ শিক্ষার্থীদের এ পুরস্কার দেয়া হয়।


বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা
শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, অধ্যক্ষ লুৎফর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাস, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থী সাবিহা ইসলাম ও আশিকুর রহমান প্রমূখ। সভায় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।


বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে প্রেরণা দিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com