
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন চলছে তারই প্রস্তুতি। বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৩ মে)। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের আরেকটি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই আমেরিকার বিমান ধরবে টাইগাররা।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কিছু নেই।
বিশ্বকাপ প্রস্তুতির জন্য তাই জিম্বাবুয়ে কতটা আদর্শ প্রতিপক্ষ? প্রশ্নটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। নাজমুলের কাছে প্রশ্নটা ছুটে গেল।
প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিয়ে শান্ত বলেন, টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।
বাংলাদেশ দলের থেকে জিম্বাবুয়ে কিছুটা পিছিয়ে থাকলেও শান্ত বলছেন সিরিজটা সহজ হবে না, ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।
অধিনায়ক হিসেবে শান্তর লক্ষ্য সিরিজ জয়, প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে, প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকাভাবে নিব অনেক এক্সপেরিমেন্ট করব তাও না। যে ১৫ জন খেলোয়াড় আছে সবাই এই দলকে হারানোর সামর্থ্য রাখে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]