
ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও জয় তুলতে পারল না এরিক টেন হাগের শিষ্যরা।
ফুলহ্যামের মাঠ থেকে কেবল একটি পয়েন্ট নিয়েই ফিরতে হয়েছে তাদের। রবিবার রাতে খেলা ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। এতে টানা দুই রাউন্ডে জয়শূন্য থাকল ইউনাইটেড। প্রথম ম্যাচে তারা হেরেছিল আর্সেনালের কাছে।
ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল ম্যানইউ। ভিএআর দেখে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন ব্রুনো ফার্নান্দেস। বল বারের অনেক ওপর দিয়ে মেরে দলকে হতাশ করেন অধিনায়ক। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। লেনি ইয়োরের হেড ফুলহ্যামের খেলোয়াড় রদ্রিগো মুনিজের গায়ে লেগে জড়িয়ে যায় জালে।
তবে খুব দ্রুতই প্রতিরোধ গড়ে তোলে ফুলহ্যাম। বদলি হিসেবে নামার দেড় মিনিটের মধ্যেই অসাধারণ গোল করেন এমি স্মিথ রো। শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা না পাওয়ায় সমতায় ভাগাভাগি হয় পয়েন্ট।
দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ফুলহ্যাম। অন্যদিকে আর্সেনালের বিপক্ষে হারের পর এই ম্যাচে ড্র করা ম্যানইউ ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৬তম স্থানে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]