
লা লিগার চলতি মৌসুমের মাত্র ২টি ম্যাচডে শেষ হওয়ার পথে, এই পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের। ফরাসি তারকা ৩ গোল করে যৌথভাবে শীর্ষে। ৩টি গোল করেছেন ভিয়ারিয়ালের তাজন বোচানানও।
এমবাপ্পে দুটি গোলই পেয়েছেন আজ ওভেইদোর বিপক্ষে ম্যাচে। ৩-০ গোলে জেতা ম্যাচে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। রিয়াল নতুন মৌসুম শুরু করেছিল ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ আগস্টের ওই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল তারা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন এমবাপ্পে।
ওভেইদোকে হারানো রিয়াল ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে টেবিলের তিনে অবস্থান করছে। ৪ গোল দেওয়ার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। ৬ পয়েন্ট করে আছে যথাক্রমে টেবিলের শীর্ষে ও দুইয়ে থাকা ভিয়ারিয়াল ও বার্সেলোনার।
২৪ বছর লা লিগায় ফেরা ওভেইদোর আতিথ্য নেওয়া রিয়াল গোলের খাতা খুলে ৩৭ মিনিটে। আর্দা গুলারের বাড়িয়ে দেওয়া বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেই গোলের জন্য শট দেন এমবাপ্পে। দুই ডিফেন্ডার ও ওভেইদোর গোলরক্ষক সামনে বাধা হিসেবে থাকলেও পরাস্ত হননি ফরাসি তারকা।
এ ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে শুরু থেকে খেলাননি শাবি আলোনসো। বদলি হিসেবে ব্রাজিলিয়ান তারকা মাঠে ঢুকেন ৬৩ মিনিটে। ৮২ মিনিটে এমবাপ্পের পরের গোলে অ্যাসিস্ট করেন তিনি। তার বানিয়ে দেওয়া বলে আড়াআড়ি শট নিয়ে দ্বিতীয়বার জালের দেখা পান ফরাসি তারকা। ভিনিসিউস এরপর নিজে গোলও করেন।
যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের রক্ষণছেড়া পাসে বল ধরেন ভিনি। একটু সামনে এগিয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে গোলের দেখা পান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]