
গোলের পর গোল করে চলেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি আরবের কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এতে টুনামেন্টের ফাইনালে চলে গেছে ক্লাবটি। বাকি এক গোল আসে সাদিও মানের থেকে।
বুধবার (১ মে) রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেনেগালের ফরোয়ার্ড মানের স্পটকিকে ব্যবধান দিগুণ করে আল নাসর। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া পূর্ণ করেন সিআরসেভেন। ৫৭ মিনিটে এই গোলটি করেন পর্তুগিজ তারকা। এতে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে পর্তুজিত তারকার গোল ৩৮টি।
আগামী ৩১ মে ফাইনালে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এর আগে গত মঙ্গলবার আসরের অপর সেমিফাইনালে আল ইতিহাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আল হিলাল।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]