
রাজধানীর মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। পরবর্তীতে কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার ঢাকাটাইমসকে বলেন, গ্রেনেডটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ আমাদের খবর দেয়। সেটি উদ্ধার করে গতকালই নিষ্ক্রিয় করা হয়েছে।
২ মে, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, মোহাম্মদপুরের জাকির হোসেন রোড খেলার মাঠের পাশের ড্রেন তৈরির কাজ করার সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়। পরবর্তীতে কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত। দীর্ঘদিন মাটির নিচে থাকায় জং ধরে গেছে। সতর্কতার সঙ্গে উদ্ধার হওয়ায় কোনো সমস্যা হয়নি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]