
গাইবান্ধার পলাশবাড়ীতে ৬১ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২ মে, বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান-এর নেতৃত্বে ১ মে রাতে পৌরশহরের জিরো পয়েন্ট চৌমাথা মোড়ে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর হতে ঢাকাগামী এসকে স্পেশাল পরিবহনের একটি কোচে তল্লাশি চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ এ দু’জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগরের তাজহাট মাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে খন্দকার মাসুদ (৩৯) ও মধ্য আশরতপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম (৪০)।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]