ভোক্তা অধিদফতরের অভিযান
রসিদ ছাড়া হাত বদলেই সবজির দাম তিনগুণ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:০৯
রসিদ ছাড়া হাত বদলেই সবজির দাম তিনগুণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজির দাম নাগালে থাকলেও খুচরায় আকাশছোঁয়া। নিত্যপ্যণের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাকে স্বস্তি দিতে গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে দেখা গেছে শুধু রসিদ ছাড়া পণ্য বিক্রি করায় ৩৪ টাকার বেগুন কিনে ১২০ টাকায় বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।


রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর কারওয়ানবাজারে অভিযান পরিচলনা করা হয়।


অভিযানে, প্রতি কেজি বেগুন সর্বোচ্চ ৩৪ টাকায় বিক্রি করছেন আড়তদাররা। তবে দিচ্ছেন না কোনো রসিদ। ফলে খুচরায় বাজারে যা ঠেকেছে ১২০ টাকা পর্যন্ত। দামের এমন অস্বাভাবিক তারতম্যে, রসিদ না দেয়ার অভিযোগে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।



এদিকে, ট্রেড লাইসেন্স ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এক ব্যবসায়ী। তাকেও দেয়া হয় অর্থদণ্ড।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, নির্ভরযোগ্য রসিদ ব্যবহার না করার সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। পণ্য বিক্রি করছেন মনগড়া দামে।


তিনি বলেন, আড়তদাররা ক্যাশমেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। ফলে খুচরা বিক্রেতা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছেন। অভিযানে গেলে তখন তারা বলেন, তারা নাকি সর্বোচ্চ দামে কেনেন।


রসিদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ভোক্তার এই কর্মকর্তা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com