ইকবাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে
পাবনায় তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৭:৩৮
পাবনায় তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের ন্যায় পাবনাতেও চলছে তীব্র তাপদাহ। এই তাপদাহে তৃষ্ণার্ত পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, বাসচালক ও শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত ইকবাল হোসেন ফাউন্ডেশন।


বৃহস্পতিবার (২ মে) দুপুরে শহরের লতিফ টাওয়ারের সামনে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও দুই শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


এ বিষয়ে ফারুক আহমেদ বিদ্যুৎ, মারুফ হাসান সোহান, প্রদিপ কুমার, কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদী বলেন, এই ফাউন্ডেশন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেনের দ্বারা পরিচালিত একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন যাবত গরীব দুঃখী অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে আসছে।


তারা জানান, চলমান তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই ফাউন্ডেশনের নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী শহরের পথচারীসহ শ্রমজীবী মানুষের মাঝে ৬০০ পিস বিশুদ্ধ পানির বোতল ও ৬০০ পিস স্যালাইন বিতরণ করেছি। একই সঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।


এসময় উপস্থিত ছিলেন, সামসুর রহমান স্বপন, সাধক বাউল তোজাম উদ্দিন, উদয় সরকার, মশিউর রহমান বিপ্লব, পাবনা ডেস্টিনেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com