লায়ন ক্লাবের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু সেবা
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫:৪০
লায়ন ক্লাবের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু সেবা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা মেগা সিটি লায়ন ক্লাবের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ সেবা। চলবে বিকাল ৪টা পর্যন্ত।


শুক্রবার (৪ জুলাই) রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাইয়ের জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এখানে শুধুমাত্র বাছাইকৃত ছানি রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য ব্যারিস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।


এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মাধ্য দিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই। সমাজ সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রম সেবা প্রচারণার মধ্যদিয়ে মোংলা-রামপালের সাড়ে ৬ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা (অপারেশন) করিয়েছেন। সম্প্রতি তিনি সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন না দেয়া এবং বন্ধ করার জন্য হাই কোটে রিট করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছেন।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com