ঢাকা থেকে ঝিনাইদহ যুবলীগ আহবায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:৪৫
ঢাকা থেকে ঝিনাইদহ যুবলীগ আহবায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল তাদের পান্থপথ থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।


তিনি আরো জানান, তাদের দুইজনকে একই সাথে একই স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলেও জানান সদর ওসি।


তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।


তবে কখন নাগাদ তারা ঝিনাইদহে পৌঁছাবেন তা নিশ্চিত করতে পারেনি সদর থানার ওসি।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com