
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি প্রথিতযশা জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
২৩ আগস্ট, শনিবার এক শোকবার্তায় এ কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।
শোকবার্তায় তারা বলেন, সাংবাদিক বিভুরঞ্জনের শেষ লেখা 'খোলা চিঠি', যা তার সুইসাইডাল নোট তার মৃত্যুর একদিন পর প্রকাশের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমে কী দুরবস্থা বিরাজ করছে এবং সৎ সাংবাদিকতা কতটা অবহেলিত তার এক বস্তুনিষ্ঠ মানবিক দলিল হিসাবে থেকে যাবে।সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু নিছক একটি মৃত্যু না, সৎ সাংবাদিকতার মৃত্যু, একটি কাঠামোগত হত্যাকাণ্ড।
জাসদের বিবৃতিতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার দূরবস্থা নিয়ে সোচ্চার হবার জন্য সাংবাদিক সমাজ এবং বিবেকবান মানুষদের সোচ্চার হবার আহবান।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]