
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ মেঘনা নদী থেকে উদ্ধারের ঘটনায় বাংলাদেশ জাসদ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (২২ আগস্ট) এক শোকবার্তায় বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, বিভুরঞ্জন সরকারের এই অপমৃত্যু জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও শোকাবহ ঘটনা।
তিনি ছিলেন নীতিবান, সাহসী ও কলমনিষ্ঠ সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন আপোষহীনভাবে কাজ করেছেন তিনি।
নেতৃদ্বয় বিভুরঞ্জন সরকারের এই অপমৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]